‘‘বিসমিল্লাহির রহমানির রাহিম’’
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
৫নং খলেয়া ইউনিয়ন পরিষদ
রংপুর সদর, রংপুর।
স্থানঃ ইউনিয়ন পরিষদ হল রুম তারিখঃ ২৯/১০/২০২১
বিষয়ঃ আগষ্ট /২০২১ ইং সময়ঃ ১১.০০ ঘটিকা
অদ্যকার সভার সম্মানীত সভাপতি জনাব মোঃ সিরাজুল ইসলাম লাভলু সাহেবের সভাপতিত্বে সভার কাজ শুরু করা হলো। সভাপতি সাহেব আগষ্ট/২০২১ ইং মাসের মাসিক সভায় উপস্থিত সকল সদস্য গণকে শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরু করা হলো।
নিম্নে আগষ্ট/২০২১ ইং মাসের মাসিক সভার আলোচ্য বিষয় , আলোচনা , সিদ্ধান্ত ও বাস্তবায়ন কর্তৃপক্ষ উল্লেখ করা হলঃ
ক্রমিক নং |
আলোচ্য বিষয় |
আলোচনা |
সিদ্ধান্ত |
বাস্তবায়ন কর্তৃপক্ষ |
মন্তব্য |
০১ |
গতসভার মন্তব্য পাঠ ও দৃঢ করণ |
গতসভার মন্ত্যব্য পঠিত হলো ।গতসভার সিদ্ধান্ত কোন প্রকার পরিবর্তন না থাকায় গত সভার মন্তব্য দৃঢ়করণ করা হলো। |
গতসভার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করার জন্য অনুরোধ করা হলো। |
সদস্য,সদস্যা |
|
০২ |
আগষ্ট/২০২১ ইং মাসের মাসিক সভা সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ। |
আগষ্ট /২০২১ ইং মাসের মাসিক সভা সম্পর্কে আলোচনায় আগষ্ট /২০২১ ইং মাসের আয় ব্যয় তুলে ধরা হলো। সভায় আয় সম্পর্কে আলোচনায় বলা হয় । প্রারম্ভিক আয়- ২৬,৫৯,৪৭৮.৭৫ ১। ট্রেড লাইসেন্সঃ ৪,১৪০/ ২। পেশা-ব্যবসা – ১০,৩৫০/ ৩। জন্ম-মৃত্যু নিবন্ধন ফি- ২,৮০০/ ৪। দোকান ভাড়া- ৩,৭৪০/ মোট আয়-২১,০৩০/ ব্যয়ঃ জন্ম-মৃত্যু নিবন্ধন ফি জমা-২,৮০০/ সমাপনী স্থিতি- ২৬,৭৭,৭০৮.৭৫ টাকা। মাসিক সভায় অত্র ইউপির আইন-শৃংখলা পরিস্থিতি সম্পর্কে আলোচনা করে সন্তোষ জনক বলে জানা যায়। অত্র ইউপির গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে আলোচনা করে জানা যায় যে, আগত মাসের মামলা-৪, আলোচ্য মাসের মামলা-৬, মোট মামলা-১০ , নিস্পত্তি ৫ পেইন্ডিং মামলা-৫ । গ্রাম আদালতের কার্যক্রম এলাকায় ব্যাপক প্রচার করার জন্য অনুরোধ করা হলো। |
সভায় আয় –ব্যয় অনুমোদিত হলো। ইউপির নিজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে ইউপির ট্যাক্স বৃদ্ধি করার পরামর্শ দেয়া হলো। |
ইউপি আদায় কারী। |
|
০৩ |
২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত ওয়ার্ড সভার সিডউইল প্রস্তত করণ |
অত্র ইউপির ২০২১ -২০২২ ইং অর্থ বছরের ১ম োয়ার্ড সভার সিডউইল প্রস্তত করা হলো । আগামী ৩০/১১/২০২১ ইং তারিখ হতে আগামী ১০/১২/২০২১ ইং তারিখ পর্যন্ত ওয়ার্ড সভা করার সিডউইল প্রস্তত করা হলো। |
ইএএলজির নির্দেশনা অনুযায়ী ওয়ার্ড সভা করার সিদ্ধান্ত গৃহীত হলো। |
সকল ওয়ার্ড সদস্য |
|
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)